Zoom Live
জুমে লাইভ ক্লাস হবে। এডমিশন নেওয়ার পর আপনাকে একটি ওরাকল অফিস থেকে একটি এসএমএস দেওয়া হবে । এসএমএস এ যা থাকবে- (ক) একটি ফেসবুক সিক্রেট গ্রুপের লিংক। (খ) একটি স্টুডেন্ট আইটি নম্বর। (গ) জুম অ্যাপের আইডি নম্বর ও পাসকোড।
প্রথমে আপনি গুগল বা প্লে-স্টোর থেকে একটি জুম অ্যাপ ডাউনলোড করবেন এবং তা আপনার ডিভাইসে ইনস্টল করে নিবেন।
ক্লাসের সময় জুম অ্যাপ ওপেন করে জয়েন মিটিং এ ক্লিক করে মিটিং আইডি প্রবেশ করবেন। মিটিং আইডি দেওয়ার ঠিক নিচেই ডিভাইন নাম আছে। ডিভাইস নাম এর স্থলে আপনার নাম ও স্টুডেন্ট আইডি নম্বর লিখবেন।
এরপর পাসকোড চাইবে এবং আমাদের প্রদত্ত পাসকোড লিখে ক্লাসে জয়েন করবেন।
যেহেতু লাইভ ক্লাস হবে কোন কিছু বুঝতে অসুবিধা হলে তা সাথে সাথে প্রশ্ন করে সঠিক বিষয় জেনে নেওয়া যাবে।
পূর্ববর্তী ক্লাসের উপর পরবর্তী ক্লাসে ক্লাস টেস্ট নেওয়া হবে। ক্লাসের ৩০ মিনিট পূর্বে প্রশ্নের লিংক পোস্ট করা হবে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে প্রাপ্ত স্কোর জেনে যাবেন।
সাবজেক্ট টেস্ট- ২১টি, জব সলিউশন টেস্ট-১২টি, সাবজেক্ট ফাইনাল-০৬টি, মডেল টেস্ট-১২টি। এই সকল পরীক্ষা আগের দিন রাত ৮টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত সময়ের মধ্যে একবার দেওয়া যাবে।
আপডেট লেকচার শিট প্রদান করা হবে। ঢাকাস্থ ৭টি [নীলক্ষেত, বক্শীবাজার, মালিবাগ, ফার্মগেট, উত্তরা, মিরপুর-১০, বাড্ডা] শাখা থেকে সরাসরি লেকচার শিট সংগ্রহ করতে পারবেন। ঢাকার বাহিরে থেকে ভর্তিকৃত শিক্ষার্থীর জন্য অফিসের খরচে শিক্ষার্থীর ঠিকানায় শিট কুরিয়ার করা হবে, শিক্ষার্থী কুরিয়ার অফিস থেকে শিট উঠিয়ে নিবেন।
Zoom
