৪৬তম বিসিএস প্রিলিমিনারি
৪৬তমপ্রিলি অ্যাডভান্সঅফলাইন ব্যাচেবিশেষ ছাড়েভর্তিচলছে
★মোট ক্লাস ১২৮টি
★ প্রতি ক্লাসে ক্লাস টেস্ট
★সাবজেক্ট টেস্ট ২১টি
★সাবজেক্ট ফাইনাল ৬টি
★জব সলিউশন টেস্ট ১২টি
★ রিভিট টেস্ট ১৩টি
★ সাপ্তাহিক টেস্ট ৪৮টি
★অ্যাসাইনমেন্ট টেস্ট ১২টি
★মডেল টেস্ট ১২টি (কেন্দ্রীয়ভাবে রেজাল্ট দেওয়া হবে)
★ ১০০% প্রিন্টেড লেকচার শিট।
সপ্তাহে ৫ দিন ক্লাস
সময়ঃ ১০.৩০টা/২.৪৫টা/৫.৩০টা
ওরাকল বিসিএস নীলক্ষেত
রাফিন প্লাজা (৭ম তলা)
যোগাযোগ-০১৭১৩-২৩৯৮১০-১২
ওরাকল বিসিএস একটি ক্যারিয়ার ডেভলপিং ও মানবসম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান। এর মূল কাজ- চাকরি প্রার্থী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে কাঙ্ক্ষিত সরকারি চাকরি লাভের জন্য প্রস্তুত করা। এই লক্ষ্যে এই প্রতিষ্ঠান ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের নিরস্তর সার্ভিস দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি বিসিএস জব, ব্যাংক নিয়োগ, সহকারি জজ নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রভৃতি কোর্সে শিক্ষিত তরুণ-তরুণীদের চাকরি লাভের জন্য প্রয়োজনীয় শিক্ষণ-প্রশিক্ষণ দিয়ে থাকে। বর্তমানে এই প্রতিষ্ঠানের মূল আয়োজন বিসিএস নিয়োগ কার্যক্রম। এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মনোযোগ প্রদান করছি এবং শিক্ষক সেবার মান বিবেচনায় এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি
শিক্ষকবৃন্দ
সাধারণত যেসকল ব্যক্তি অন্য কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে নিযুক্ত আছেন এমন ব্যক্তিবর্গ ওরাকল বিসিএস এ গেস্ট টিচার হিসেবে ক্লাস নিয়ে থাকেন। আমাদের শিক্ষক প্যানেলে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার, সহকারি জজ, ব্যাংকার ও বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ। তবে শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে এর চেয়েও অধিক গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের পছন্দের দিকটিকে। আমরা কেবল ছাত্র/ছাত্রীদের পছন্দের শিক্ষকদের ক্লাস দিয়ে থাকি। ছাত্ররা যাদের ক্লাস চায় না, তাদেরকে ক্লাস দেওয়া হয় না। আমরা কেবল ছাত্রপ্রিয় শিক্ষক দ্বারা ক্লাস দিয়ে থাকি। আমাদের বেতনভুক্ত কোন শিক্ষক নেই। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি
গত এক দশকের প্রচেষ্টায় আমাদের একটি শক্তিশালী শিক্ষক প্যানেল গড়ে উঠেছে যেখানে নিয়োগ পরীক্ষায় পড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ছাত্রপ্রিয় শিক্ষকগণ সমবেত হয়েছেন। আমাদের শিক্ষকগণ ক্লাসে পড়ানোর ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল এবং নিজেদের অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিতে অকৃপণ। তবে এর বাইরেও শিক্ষগণ বিসিএস পরীক্ষার্থীদের সফলতার জন্য নানা ধরনের পরামর্শ ও গাইডলাইন প্রদান করে থাকেন। তবে এর বাইরেও শিক্ষগণ বিসিএস পরীক্ষার্থীদের সফলতার জন্য নানা ধরনের পরামর্শ ও গাইডলাইন প্রদান করে থাকেন।