সাবজেক্ট টেস্ট

প্রতি ৪/৫ টি ক্লাসের পর ১টি করে মোট ২১টি  সাবজেক্ট টেস্ট নেওয়া হয়। ১০০ নম্বরের MCQ প্রশ্ন থাকে যা একটি ১০০ নম্বরের OMR উত্তরপত্রে নেওয়া হয়। OMR উত্তরপত্রটি অপটিক্যাল মার্ক রিডার মেশিনের মাধ্যমে EVALUATE করা হয়। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য .৫ (দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে। ওরাকল  BCS এ পরীক্ষা দিয়ে আপনরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সর্বোচ্চ সহায়তা পাবেন।

জব সলিউশন টেস্ট

একজন স্টুডেন্ট বিসিএস পরীক্ষা ছাড়াও আরো অনেক  পিএসসি’র পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিপিট হয়। তাই শিক্ষার্থীরা পিএসসি’র বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্ন সম্বলিত জব সলিউশন বই পড়েন। একজন শিক্ষার্থী যেন এই পড়াটা আরো গুরুত্বসহকারে পড়েন সেজন্য জব সলিউশন টেস্ট নেওয়া হয়। বিগত সালের প্রশ্ন ব্যাখ্যাসহকারে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সাবজক্ট ফাইনাল

সকল সাবজেক্ট টেস্ট, জব সলিউশন টেস্ট, অ্যাসাইনমেন্ট টেস্ট শেষ হওয়ার পর প্রত্যেক বিষয়ে একটি করে ২০০ নম্বরের সাবজেক্ট ফাইনাল নেওয়া হয়। এতে করে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা  প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে থাকেন।

মডেল টেস্ট

পিএসসি যখন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করবেন তার এক মাস পূর্বে পিএসসি’ অনুরূপ ১২টি মডেল টেস্ট গ্রহণ করা হবে। একজন শিক্ষার্থী ১২টি মডেল টেস্ট পরীক্ষার এক সপ্তাহ আগে শেষ করে পিএসসি’ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

ওরাকল বিসিএস এর সারাদেশের সকল শাখার শিক্ষার্থীদের একই সময়ে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। শাখাগুলো সকল শিক্ষার্থীদের OMR শিটগুলো ঢাকা হেড অফিসে পাঠিয়ে দেন এবং তা থেকে সম্মিলিত  মেরিট রেজাল্ট করা হয়। এতে করে একজন শিক্ষার্থী তার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে থাকেন।

Change